ওয়ার্ডপ্রেস হচ্ছে হচ্ছে চমৎকার একটা ব্লগিং টুল। আর এই টুল জনপ্রিয় হওয়ার জন্য শুধু ইকোসিস্টেম প্লেগিন বা থিম না। এটা দারুনভাবে ডেভেলপার ফ্রেন্ডলি। আর ঠিক এই কারণেই ওয়ার্ডপ্রেসের এত বেশি প্লাগিন এবং থিম তৈরি হয়েছে লাখ লাখ ডেভেলপার দিয়ে।
ওয়ার্ডপ্রেসের গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে হুকস (Hooks or Actions, Filters) এবং এটা এমন কোনও যায়গা নাই যেখানে ব্যবহার হয়নাই।
আমি pkgs.fun বানিয়েছি যেটা ওয়ার্ডপ্রেস এর সব প্লাগিন ও থিম কে মিরর করবে। সেটার সাপোর্ট দেয়ার জন্য মাত্র ২৫ লাইন কোড লিখতে হয়েছে। যেটা আবার ওয়ার্ডপ্রেস এর পুরো প্লাগিন ও থিম ইকোসিস্টেম কে pkgs.fun দিয়ে রিপ্লেস করে নিবে। শুধু কি তাই? এই প্লাগিন আবার ওয়ার্ডপ্রেস এর পুরনো ভারশন ২.৯ পর্যন্ত সাপোর্ট দিবে।
চিন্তা করেন এইবার! ঠিক এই কারণেই ওয়ার্ডপ্রেস এর জন্য সব সময় আমার একটা সফটকর্নার আছে। ওয়ার্ডপ্রেস দিয়েই তো ক্যারিয়ার টা শুরু করেছিলাম 😉
Leave a Reply