একসময় Silex by Symfony ভালো লাগতো, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। Lumen by Laravel ছিলো আরও একটা দারুন জিনিস আর এই জিনিষটা দিয়ে Ali2BD পুরো ২ বছর চলেছে। কিন্তু লারাভেল এটা অনেক আগে থেকেই আর ব্যবহার করতে সাজেস্ট করে না।
আরও কত কি বন্ধ হয়ে গেছে তার ঠিক নাই। তাই এইসব কারণে যদি খুব ছোট জিনিষ তৈরি করার দরকার পড়ে তাহলে আমি সব বাদ দিয়ে এইদিক সেইদিক করে দরকারি কম্পোনেন্ট গুলো দিয়েই এপ্লিকেশন রেডি করে ফেলি। আর রিস্ক নেইনা।
PHP আমার কাছে অদ্ভুত সুন্দর ল্যাঙ্গুয়েজ মনে হয়। এর পরেই আমি জাভাসক্রিপ্ট কে পছন্দ করি। সাধারণত মাইক্রোসার্ভিস টাইপের কিছু করতে হলে সেটার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি বিশেষ করে সার্ভারলেস এর ক্ষেত্রে। কিন্তু যখন একটু বড়সড় প্রজেক্ট এবং ডেটাবেজ (Specially SQL) নিয়ে বেশি কাজ করা লাগে তখন আমি পিএইচপি (লারভেল) ব্যবহার করি। আজকাল Symfony দেখা হয়না বললেই চলে।
Symfony & Laravel দুইটাই পিএইচপি ফ্রেমওয়ার্ক। জাভাসক্রিপ্ট এর জন্য আমি ব্যবহার করি Hono.js যেটা খুব ছোট এবং তুখোড় একটা ফ্রেমওয়ার্ক।
Leave a Reply