আমার কাছে Deno 2.0 এর সবচে বেশি পছন্দের ফিচার হচ্ছে Zero Config Tooling এর মানে হচ্ছে টাইপস্ক্রিপ্ট, লিন্ট এবং ফরম্যাটিং এর জন্য কিছুই করতে হবে না।
প্রায় ২ ঘণ্টার বেশি সময় নষ্ট করে Node.js-এ টাইপস্ক্রিপ্ট কনফিগ ঠিক করতে হলো। অস্থির এবং সব এনপ্রেডিক্টেবল এরর ফিক্স করতে করতে মাথা নষ্ট হয়ে গেল অন্যদিকে একই জিনিষ Deno 2.0 তে কিছুই করতে হবে না।
আগামীতে আমার কিছু প্রজেক্ট Deno-তে মাইগ্রেট করার ইচ্ছা আছে।
অনেকেই আবার Bun নিয়ে মতামত জানতে চাইতে পারেন। তাদের জন্য আমি শুধু বলবো বান মার্কেটে ইমপ্যাক্ট ফেললেও ইন রিয়েল লাইফে নোড.js এর অনেক গুরুত্বপূর্ণ ফিচারকে ইগনোর করেছে। একই সাথে তুখোড় স্পিড এর জন্য বেশি বেশি মেমরি ব্যবহার করে।
তাই বেঞ্চমার্ক দেখে টুল পছন্দ করা উচিত না।
Leave a Reply