WordPress database error: [Table 'wpmyvaqk_aminul.amnt_litespeed_avatar' doesn't exist]
UPDATE `amnt_litespeed_avatar` SET dateline=1747390393 WHERE md5='4ec5caa9c7d016dded7b288c272a4d32'

WordPress database error: [Table 'wpmyvaqk_aminul.amnt_litespeed_avatar' doesn't exist]
INSERT INTO `amnt_litespeed_avatar` SET url='https://secure.gravatar.com/avatar/088f8560ce142d4b88e47ddad43bcb4b?s=96&d=identicon&r=g', md5='4ec5caa9c7d016dded7b288c272a4d32', dateline=1747390393

বদনজর সত্য এবং সতর্কতা - Aminul

বদনজর সত্য এবং মাতা-পিতার কাছ থেকেও বন্দনজর লেগে যায় 😬

আতিফ এর বয়স সম্ভবত ২ বছর। আমি আর বউ আলাপ করছি: “আজ পর্যন্ত আমার ছেলেটার কান্না শুনতে পেলাম না, খুবই শান্ত ছেলে”

ঠিক ২-৫ মিনিট পর সে খাটের সাথে আঘাত পেয়ে প্রচুর কান্না শুরু করে দিলো এবং এখন পর্যন্ত সে একটু কিছু হলেই কান্না শুরু করে দেয়। যদিও বর্তমান সময়ে সে বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে তাই কান্নার জিনিষে কান্না করে।

তাই বড়নজর এড়াতে যেকোন কিছুতে সেটা হোক নিজের ক্যারিয়ার, নিজের সন্তানের সাথে ভালোবাসা, অন্যের প্রশংসা অথবা যেকোনও ভালো কিছুতেই আল্লাহর প্রসংশা যুক্ত করবেন।

যেমন: “মা-শা আল্লাহ” ছেলেটা খুবই ভালো করছে অথবা “আলহামদুলিল্লাহ” এই মাসে কামাই বেশি করতে পেরেছি। এইরকম ভাবে আরও অনেক জিকির আছে যা যুক্ত করলেই এইসব বদনজর এড়ানো সম্ভব ইনশা আল্লাহ।

Leave a Reply