আমি ইন্টেলের ফ্যান বলতে পারেন। ইন্টেলের নতুন প্রসেসর এর জন্য পুরো একটা বছর অপেক্ষা করলাম। কিন্তু এদের নতুন প্রসেসর পুরাই হাইস্যকর ভাবে রিলিজ করেছে।
AMD এর সাথে কম্পায়ার করে স্ট্যাটস শেয়ার করেছে যেখানে আবার AMD-ই এগিয়ে আছে। কেমনটা লাগে বলেন।
আমি ইন্টেল পছন্দ করি অনেক কারণে যার মধ্যে বড় একটা কারণ Thunderbolt যেটা শুধু Intel & Apple তাদের ডিভাইসে/প্রসেসরে সাপোর্ট দিতে পারে।
আজকে থেকে AMD ফ্যানবয় হয়ে গেলাম। ইন্টেল এর এর ভবিষ্যত খারাপ হয়ে গেছে সেদিনই যেদিন ওরা iPhone এর জন্য প্রসেসর তৈরিতে আগ্রহ দেখায়নি।
এইদিকে ARM & Qualcomm এই দুই কোম্পানি ইন্টেলকে কেনার জন্য অফার করেছিলো। কিন্তু ইন্টেল এটাও রিজেক্ট করে দিয়েছে। যদিও এইরকম সম্ভবত হবে না বিশেষ কারণে। যেমনটা Figma & Adobe এর মধ্যে হয়েছিলো।
Leave a Reply