AWS শিখছেন কিন্তু টেকা পয়সার ভয়ে শেখা মুশকিল হয়ে যাচ্ছে। একই সাথে নিজের মতো উড়া-ধুরা কিছুই করতে পারছেন না ভুতুরে বিলের ভয়ে তাদের জন্য সুপার ডুপার সল্যুশন হলো লোকালস্ট্যাক। এই টুলটা দিয়ে AWS এর মোটামুটি সবকিছুই এমুলেট করা যাবে।
তাই AWS শেখার জন্য ফ্রি/পেইড ল্যাব না খুঁজে এই টুলটা ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ লোকাল, ফ্রি এবং ওপেনসোর্স।
Leave a Reply