ইলিশ ভারতে রফতানি হবে, হোক। কিন্তু আমার সমস্যা সেদিন আম্মা আব্বাকে ইলিশ খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু পারিনি। দুইটা ইলিশ ৬৩০০+ টাকার উপরে দাম ছিলো যেটা আমার কাছে অপচয় মনে হয়েছিলো তাই কিনিনি।
বাজারে ইলিশের দাম ১৮০০-২২০০ টাকা কেজি (চাঁপাইনবাবগঞ্জে)। এর পরেও দেশের মানুষকে ইলিশ না দিয়ে, দাম না কমিয়ে যদি ভারতকে হাজার হাজার টন ইলিশ দেয়া হয় তাহলে ধরেই নিতে হবে এই অন্তর্বর্তী সরকারও পতিত সৈরাচারের পথে ধরেই আগাচ্ছে।
অনেকেই অনেক যুক্তি দেখাতে পারেন, কিন্তু আমি ইলিশ ২২ শ টাকা কেজি দরে কেন কিনব? ইলিশ তো ইমপোর্ট করা প্রোডাক্ট না, দেশের সম্পদ।
Leave a Reply