ইয়ামাহা বাংলাদেশ FZ-S v4 অফিসিয়ালি লঞ্চ করেছে পুরাই হাস্যকর প্রাইস দিয়ে।
v2 এর পুরনো ইঞ্জিন ঠিক রেখে শুধু প্লাস্টিক পরিবর্তন করে v3 & v3 Delux লঞ্চ করেছিলো। আবার v4 এসেও একই কাজ করেছে আবার দাম রেখেছে ৩ লাখ।
শুধুমাত্র নতুন কয়েকটা প্লাস্টিক এর জন্য এত দাম। আমি v2 ব্যবহার করি। এই বাইকটা সতিই দারুণ। কমফোর্ট এবং কন্ট্রোলিং-এ আমার কাছে শেরা মনে হয়। এই গাড়িতে পিলিয়ন নিয়ে কোনদিন শুনতে হয়নি “এই বাইকে বসে শান্তি নাই”। অন্যদিকে v3 তে এই প্রবলেম আছে অনেকের কাছ থেকে।
আমি বুড়ো হয়ে গেছি বাড়িতে মোটামুটি হোন্ডা বাদ দিয়ে সব পপুলার ব্র্যান্ডের গাড়ি আছে। তবে শখ থাকলেও এখন পর্যন্ত একটাও স্পোর্টস বাইক কিনিনি। কারণ আমার বউ এর সাথে ৩ টা বাচ্চা আছে তাই বাইকের স্পিড স্লো 😉 ফাস্ট করার ইচ্ছাও নাই। তবে বলা যায়না কখন মাথায় নতুন বাইকের কথা ট্রিগার করে বসে 😃
Leave a Reply